সোনার তরী
'সোনার তরী' কবিতায় কোন পড়ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে?
• "সোনার তরী" কবিতায় কবি জগতের প্রতি মানুষের সম্পর্ক ও তার আত্মত্যাগের গভীর দিক তুলে ধরেছেন। মাঝির চরিত্রের মাধ্যমে একধরনের নির্বিকারত্ব এবং নিরাসক্তি প্রকাশ পেয়েছে। পংক্তিটি, "কোনো দিকে নাহি চায়", মাঝির সেই মনোভাবকে নির্দেশ করে যেখানে সে তার দায়িত্ব পালন করে, কিন্তু পৃথিবীর মোহ বা আকর্ষণের দিকে নজর দেয় না। এটি তার আত্মত্যাগী ও কর্মনিষ্ঠ অবস্থানের প্রতীক। এই নিরাসক্তি মানুষের জীবনের প্রকৃত সত্য এবং অনাসক্ত কর্মধারার প্রতিফলন।
পাঁচশ বছর আগে বিশ্বচিত্রকর্মের সর্বাধিক উজ্জ্বল কিংবদন্তি লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মহাকাব্যিক চিত্রকর্ম 'মোনালিসা' সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন।
'মোনালিসা' চিত্রকর্মের সাথে 'সোনার তরী' কবিতার কীসের সাদৃশ রয়েছে?
"এপারেতে ছোটো খেত, আমি একেলা।"
এই চরণটিতে 'আমি' বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে?
'সোনার তরী' কবিতায় 'বিদেশ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে
সেদিন তুমি কি ধন দিবে উহারে ?
ভরা আমার পরানখানি
সম্মুখে তার দিব আনি,
শূন্য বিদায় করব না তো উহারে
মরণ যেদিন আসবে তোমার দুয়ারে ।