১.৬ গ্যাস এর আংশিক চাপ ও ডাল্টন এর সূত্র
স্টপকর্ক বন্ধ অবস্থায়ঃ A গ্যাস= 102g, B গ্যাস= 28g
আণবিক ভরঃ A গ্যাস= 17, B গ্যাস= 2
স্টপকর্ক খোলা অবস্থায়ঃ মোট চাপ = 200mm(Hg)
স্টপকর্ক খোলা অবস্থায় A গ্যাসের আংশিক চাপ কত mm(Hg) ?
=60 mm(Hg)
তাপমাত্রায় বিক্রিয়াটির সাম্যধ্রুবক, এবং এর আরশিক চাপ হলে বিক্রিয়াটিতে এর আংশিক চাপ কত?
STP তে একটি আয়তনের পাত্র মোল ভগ্নাংশের ভিত্তিতে 30% A, 60% B ও 10% C গ্যাসের মিশ্রণ ধারন করে এবং মিশ্রেণে A গ্যাসের পরিমাপ 14.28 g।
28° C তাপমাত্রায় 150 mL আয়তনের পাত্রে 0.41 atm চাপে CO2 গ্যাস রাখা আছে এবং 200 mL আয়তনের পাত্রে 0.20 atm চাপে O2 গ্যাস রাখা আছে।তাদের মিশ্রণ 0.5L পাত্র রাখা আছে। তাদের মিশ্রণ 0.5 L পাত্রে রাখা হলে মোট চাপ কত হবে?
4.0g CH4 এবং 24g O2 গ্যাসের মিশ্রণে CH4 এর মোল ভগ্নাংশ কত?