প্রকৃতিতে রুই মাছের প্রজনন, নিষেক ও রুই মাছের সংরক্ষণ
স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন?
স্ত্রী রুই মাছ জুন-জুলাই এর দিকে প্রজননের জন্য প্রস্তুত হয়। এ সময় যখন নদীর পানি ফুলে ওঠে তখন রুই মাছ নদীর অংশে প্রবল বর্ষণের ঝাঁক বেঁধে ডিম ছাড়ে। প্রজননের জন্য নদীর পানির তাপমাত্রা ২৭-৩০°C/২৪-২৮°C মধ্যে হতে হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্বাদু পানির জলাশয়ের একটি সাধারণ বৃহদাকৃতির মাছ হলো রুই। এই মাছের দেহ রূপালি আঁইশে আবৃত। বিভিন্ন কারণে এ রূপালি সম্পদ আজ হুমকির সম্মুখীন। । এ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় নিচের কোনগুলো?
রুই মাছের লার্ভার বায়ুথলি কত ঘন্টা পর ডিম্বাকার ধারণ করে?
রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার কত ঘন্টা পর লার্ভার মাথায় ক্রোমাটোফোর দেখা যায়?