তাপগতিবিদ্যা
স্ফুটন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়?
i. ফুটনের সময় তরলের তাপমাত্রা পৃষ্ঠ থেকে নয়, বরং তরলের তলদেশ থেকেও বুদ্বুদ আকারে বাষ্প উৎপন্ন হয় এবং উপরের দিকে উঠে আসে।
ii. একটি নির্দিষ্ট তাপে, প্রতিটি তরলের জন্য নির্দিষ্ট ফুটন্ত বিন্দু আছে। যখন সেই বিন্দুতে পৌঁছায় তখন শুরু হয় তরলের বুদবুদ উৎপন্ন হওয়া।
iii. ফুটন একটি দ্রুত এবং তীব্র প্রক্রিয়া। এর বিপরীতে, বাষ্পীভবন একটি মন্থর প্রক্রিয়া যা তরলের পৃষ্ঠ থেকে যেকোনো তাপমাত্রায় ঘটে।
iv. ফুটনের হার মূলত তরলের পরিবেষ্টন তাপমাত্রা, চাপ এবং স্থানান্তরের গতি ও তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তরলের মোট আয়তনের উপর এর হার সরাসরি নির্ভরশীল নয়, যদিও একটি বড় আয়তনের তরলে ফুটনজনিত উত্তাপ বেশি পরিমাণে প্রয়োগ করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10°C তাপমাত্রার 8gm করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে 410J তাপ প্রদান করায় গ্যাসের তাপমাত্রা 15°C এ উন্নীত হলো। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে 410J তাপ প্রদান করা হলো।
[মোলার গ্যাস ধ্রুবক R = 8.31 J/mol/К ]
একটি তাপীয় ইঞ্জিন 27°C ও 227°C তাপমাত্রার মধ্যে কার্যরত আছে। পরবর্তীতে উৎসের তাপমাত্রা 20°C বৃদ্ধি ও গ্রাহকের তাপমাত্রা 20°C হ্রাস করা হলো।
তাপমাত্রা পরিবর্তন করার ক্ষেত্রে—
উৎসের তাপমাত্রা বৃদ্ধি করায় ইঞ্জিনের দক্ষতা বাড়ে
গ্রাহকের তাপমাত্রা হ্রাস করায় ইঞ্জিনের দক্ষতা বাড়ে
উভয় ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা কৃতকাজ সমান নয়
নিচের কোনটি সঠিক?
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়ারই একটি বিশেষ রূপ?
একটি ফুটবলের অভ্যন্তরে বায়ুর আয়তন 20 লিটার এবং চাপ 2 atm, বলটি হঠাৎ ফেটে গেল। এর ফলে ফুটবলস্থিত বায়ুর তাপমাত্রা ও আয়তন যথাক্রমে–