বিভীষণের প্রতি মেঘনাদ
‘স্বচক্ষে দেখেছ রক্ষঃশে্রষ্ঠ, পরাক্রম দাসের!’- নিজেকে ‘দাস’ বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল?
ব্যাখ্যা :
মেঘনাদ লঙ্কাপতি রাবণের বীরপুত্র। পিতার একান্ত অনুগত মেঘনাদ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেকোনো পরিস্থিতিতেই পিতার পাশে থেকেছেন। মূল মহাকাব্যে রাবণপুত্র মেঘনাদকে ধর্ম ও নৈতিকতার প্রশ্নে নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন করা হলেও এ কবিতায় তাকে উপস্থাপন করা হয়েছে একজন দেশপ্রেমী ও বীরযোদ্ধা হিসেবে। ধর্মের চেয়ে স্বদেশ এবং স্বজাত্যবোধই তার কাছে বড়। আলোচ্য কবিতায় দেশপ্রেম, বিনয়, শৌর্য, বীরোচিত আচরণ, আত্মসম্মানবোধ, ধৈর্য, সংযম প্রভৃতি মানবীয় গুণের সমন্বয়ে তার চরিত্র অসাধারণত্ব লাভ করেছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই