বাংলাদেশের মুক্তিযুদ্ধ
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধিতে ভূষিত হন?
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু'জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী ১১ নং সেক্টর)। ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নত করা হলেও তারামন বেগমকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫ - এ চিহ্নিত করা হয়। ১৯ ডিসম্বের ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বেগমকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবসানের জন্য কোন দুজন নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?
শূন্যস্থান পূরণ কর :
উর্দু ভাষার পক্ষে বেফাঁস কথা বলে মহাসমস্যার ফাঁদে পড়েন______।
বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন-
১৯৭১ সালে কোন জেলা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতারিত করে প্রথম শত্রুমুক্ত হয়?