রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র
স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না। কারণ হলো-
i. রক্ত প্রচণ্ড গতিতে অবিরাম প্রবহমান থাকে
ii. রক্তে হেপারিন নামক উপাদান থাকে
iii. রক্তনালীর ভিতরের প্রাচীর অমসৃণ থাকে
নিচের কোনটি সঠিক?
রক্তনালীর ভেতরে সাধারণত রক্ত তঞ্চন হয় না।কারণ-
•রক্তনালীর অন্তর্গাত্র মসৃণ হওয়ায় অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় না ফলে রক্ত তঞ্চন এর সূত্রপাত ঘটে না।
•রক্তনালীর ভেতর রক্তের গতি রক্ত তঞ্চনের সহায়ক নয়।
•রক্তে হেপারিন নামক এক ধরনের তঞ্চন নিরোধক পদার্থের উপস্থিতির কারণে রক্ত জমাট বাঁধে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই