১.১৪ শিল্পের গ্যাসীয় বর্জ্য ও গ্রিন হাউস ইফেক্ট
হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষক মুক্ত করতে নিম্নের কোন মাধ্যমে চালনা করা উচিত?
শিল্পকারখানায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন প্রভৃতির দহনে উৎপন্ন বর্জ্য গ্যাস যেমন CO, , SO, , NO, NO₂ ইত্যাদি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে।
বায়ু দূষক: বায়ুমণ্ডলে শিল্প কারখানার বর্জ্য গ্যাসের মাত্রা পরিবেশ ও মানুষের শরীরের সহনীয় মাত্রা অপেক্ষা বেশি হলে তখন তাদেরকে বায়ু দূষকরূপে গণ্য করা হয়। বায়ু দূষকসমূহের মধ্যে কিছু হলো প্রাইমারি বায়ু দূষক আর কিছু হলো সেকেন্ডারি বায়ু দূষক।
প্রাইমারি বায়ু দূষক: যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায়, তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলে। যেমন, CO, , , NO, , , ধূলিকণা, ধোঁয়া, ছাঁই, হাইড্রোকার্বন ইত্যাদি।
সেকেন্ডারি বায়ু দূষক: পরিবেশের এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়ে যে নতুন দূষকের সৃষ্টি হয়, তাকে সেকেন্ডারি বায়ু দূষক বলে। যেমন, , বাষ্প, , , পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট (PANs) ইত্যাদি।
দূষকের গ্রাহক (Receptor of Pollutants): কোনো একটি দূষকের প্রভাবে যখন জীবের কোনো বিশেষ অংশে
বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় অথবা কোনো স্থাপত্য বস্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন ঐ সব জীব ও স্থাপত্য বস্তুকে ঐ দূষক পদার্থের গ্রাহক বা রিসেপ্টর বা টার্গেট বলে। যেমন এসিড বৃষ্টি জীবকুল ও চুনাপাথরের তৈরি স্থাপত্য-এর রিসেপ্টর হয়ে
থাকে।
দূষকের সিংক (Sink of Pollutants): পরিবেশের কোনো মাধ্যম অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণে হ্রাস করতে পারলে, তখন ঐ মাধ্যমটিকে ঐ দূষকের সিংক বলে। যেমন, বায়ুতে থাকা দূষক এর সিংক হলো- (১) সমুদ্রের পানি ও (২) সবুজ উদ্ভিদ। বায়ুতে থাকা দূষক এর বাষ্পের সিংক হলো চুনাপাথরের উৎস।
( দুষক ) (সিংক ) (দুষক ) (সিংক )
দূষকের নিরাপদ মাত্রা পরিবেশের কোনো দূষক পদার্থ যে নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ অতিক্রম করলে পরিবেশ ও জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে দূষকের ঐ নির্দিষ্ট মাত্রাকে দূষকটির নিরাপদ মাত্রা বা TLV (Threshold Limiting Value) বলে। যেমন, CO গ্যাসের নিরাপদ মাত্রা 0.15 ppm, CO₂ গ্যাসের নিরাপদ মাত্রা 350 ppm, এর TLV = 0.05 ppm.
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই