কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ধারনা
হাইসেন-বার্গের অনিশ্চয়তা নীতি হলো-
i.
ii.
iii.
নিচের কোনটি সঠিক?
অনিশ্চয়তা নীতি (বিশেষ ভাবে পরিচিত : হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গের অনির্দিষ্টতা নীতি) , কোয়ান্টাম বলবিদ্যার অন্তর্গত একটি সমীকরণ,যা পারমাণবিক ও অপারমানবিক জগতের একটি মৌলিক সীমা উল্লেখ করে এবং যা একটি কণার প্রকৃত অবস্থান (x) এবং ভরবেগ (p) এর একটি সীমা প্রকাশ করে ।
অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তাকে যথাক্রমে এবং দ্বারা প্রকাশ করলে, অনিশ্চয়তা নীতিটিকে নিম্নরূপে গাণিতিকভাবে প্রকাশ করা যায়,