২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন
হাকেল তত্ত্ব অনুসারে চাক্রিক কাঠামোতে (4n + 2) সংখ্যক সঞ্চরণশীল π ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক। এখানে 'n' হলো–
হাকেল তত্ত্ব অনুসারে, একটি চাক্রিক কাঠামো অ্যারোমেটিক হতে হলে 4n + 2 টি সঞ্চরণশীল π ইলেকট্রন থাকতে হবে, যেখানে 'n' হলো 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা।
n=0 হলে, 4n + 2 = 2, যার মানে চাক্রিক কাঠামোতে 2 টি সঞ্চরণশীল π ইলেকট্রন থাকতে হবে।
এরকম অ্যারোমেটিক যৌগের উদাহরণ হল সাইক্লোপেন্টাডিয়েন (C₅H₄)।
n=1 হলে, 4n + 2 = 6, যার মানে চাক্রিক কাঠামোতে 6 টি সঞ্চরণশীল π ইলেকট্রন থাকতে হবে।
এরকম অ্যারোমেটিক যৌগের উদাহরণ হল বেনজিন (C₆H₆)।