পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার
হাতের সঞ্চালনের চেয়ে পেশি সহায়তা করে-
বাইসেপস পেশি
ট্রাইসেপস পেশি
ডেলটয়েড পেশি
নিচের কোনটি সঠিক?
কঙ্কালপেশির প্রকারভেদ : কাজের ভিত্তিতে কঙ্কাল বা ঐচ্ছিকপেশি বিভিন্ন ধরনের হয়।
ফ্লেক্সর পেশি (Flexor muscle) : এ পেশি দেহের কোন অংশকে অপর কোন অংশের উপর ভাঁজ হতে সাহায্য
করে । যেমন- বাইসেপস (biceps) পুরোবাহুকে (fore arm) ঊর্ধ্ব বাহুর (upper arm) উপর ভাঁজ হতে সহায়তা করে ।
→ এক্সটেনসর পেশি (Extensor muscle) : এ পেশি ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সহায়তা করে ।
যেমন—ট্রাইসেপস (triceps) ভাঁজ করা পুরোবাহুকে সোজা হতে সাহায্য করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মানবদেহে কঙ্কালপেশি চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না।
পশ্চাৎপদের দু'টি অস্থির সন্ধিস্থলে প্যাটেলা নামক অস্থি রয়েছে। এসকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে।
শিক্ষক ক্লাসে তিন ধরনের পেশি কলার বৈশিষ্ট্য ও গুরুত্ব পড়ালেন। তিনি বললেন বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি হৃদপিণ্ডের প্রাচীর গঠন করে।
