দ্বিরুক্ত শব্দ
হানাদার বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খা খা করছে।' 'খা খা'-র ব্যাকরণিক অভিধান :
অনুকার/ধ্বন্যাত্মক অব্যয়: যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। এখানে খাঁ খাঁ অব্যয় পদ তাই খাঁ খাঁ এর ব্যাকরণিক অভিধান ধ্বন্যাত্মক অব্যয়।