বিশ্বযুদ্ধ ও ঘটনাবলি

হিরোশিমার ওপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয়-

DU- B 96-97

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 6 আগস্ট 1945 সালে, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের উপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই বোমার সাংকেতিক নাম ছিল "লিটল বয়'', যা একটি ইউরেনিয়াম বন্দুক-সদৃশ বোমা ছিল ও প্রায় তেরো কিলোটন বলের বিস্ফোরণ ঘটিয়েছিল।

বিশ্বযুদ্ধ ও ঘটনাবলি টপিকের ওপরে পরীক্ষা দাও