হৃদপিন্ড,কপাটিকা এবং কার্ডিয়াক চক্র
হৃদপিণ্ডের উপরের দিকের প্রসারণ এর ক্ষেত্রে–
নিলয় প্রসারিত হয়
ত্রিপত্রী ও দ্বিপত্রী কপাটিকা বন্ধ থাকে
অলিন্দের মধ্যবর্তী চাপ কমে যায়
নিচের কোনটি সঠিক?
হৃদপিণ্ডের উপরের দিকের প্রসারণ অর্থাৎ অলিন্দের ডায়াস্টোল (Atrial Diastole) এর ক্ষেত্রে -
- এ সময় অলিন্দদ্বয় প্রসারিত হয়।
- ত্রিপত্রী ও দ্বিপত্রী কপাটিকা বন্ধ থাকে।
- অলিন্দের মধ্যবর্তী চাপ কমে যায়। ফলে দেহের বিভিন্ন অংশ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এবং ফুসফুসীয় বা পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে।
বিভিন্ন কপাটিকা ও নোডের ক্রিয়ায় আমাদের হূৎপিণ্ড স্বয়ংক্রিয় এবং স্বতস্ফূর্তভাবে চলতে থাকে।
উদ্দীপকে ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে-
মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে?