নেটওয়ার্কের ধারণা, গুরুত্ব ও টপোলজি
৮টি কম্পিউটার নিয়ে গঠিত একটি কম্পিউটার নেটওয়ার্কে হঠাৎ করে একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্কটি অকার্যকর হয়ে পড়ে। পরবর্তীতে একজন বিশেষজ্ঞের পরামর্শে নেটওয়ার্কের সংগঠন পরিবর্তন করা হলো যাতে একটি কম্পিউটারে ত্রুটি দেখা দিলেও নেটওয়ার্কটি সচল থাকে। তবে এতে অতিরিক্ত কিছু নতুন ডিভাইস সংযোগ করতে হয়েছে। প্রাথমিক অবস্থায় অফিসটিতে কি ধরনের নেটওয়ার্ক টপোলজি বিদ্যমান ছিলো?
রিং টপোলজি (Ring Topology):
যে টপোলজিতে সবগুলো কম্পিউটারকে ক্যাবলের মাধ্যমে একটি রিং বা লুপের মতো সৃষ্টি করা যায় তাকে রিং টপোলজি বলে। টপোলজিতে কোনো শুরু বা শেষ প্রান্তসীমা খুঁজে পাওয়া যায় না। কম্পিউটারগুলোকে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। রিং টপোলজির প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান সমান এ পদ্ধতিতে প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন হিসেবে কাজ করে এবং কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। নতুন কম্পিউটারের সংযোগ সংযো দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙে নতুনভাবে তৈরি করতে হয়।
সুবিধা :
• এ টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না।
• নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
• নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিস্টার আরিফ তার বহুতল বিশিষ্ট ভবনে মাল্টি কম্পনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান-প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
কোন টপোলজিতে প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তবর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে?

কোনটি স্থায়ী মেমোরি?