মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমসমূহ ও পলিজেনিক ইনহেরিট্যান্স

BCC 23
মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমসমূহ ও পলিজেনিক ইনহেরিট্যান্স টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

লাল ফুল ও সাদা ফুল এর সাথে সংকরায়ন ঘটালে F1F_1 বংশধরে গোলাপি ফুল হয় এবং সেখান থেকে F₂ বংশধর সৃষ্টি হয়।

গ্রেগর জোহান মেন্ডেল জিনগত সংকরায়নের দুটি সূত্র প্রস্তাব করেন । ফলস্বরূপে ব্যাখ্যা করা যায়, কীভাবে স্বাভাবিক পিতামাতা থেকে মূকবধির সন্তান জন্মলাভ করতে পারে।

ঘটনা-অ’: A লাল ফুল এবং a হলুদ ফুলের জন্য দায়ী। প্রথম বংশধরে হেটারোজাইগাস অবস্থায় প্রকট-প্রচ্ছন্ন ভিন্ন নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে ।

ঘটনা-'আ': A ও B সব অ্যালিলিক জিন মিলিতভাবে লাল বর্ণের ফল সৃষ্টি হয়। প্রথম বংশধরে যেখানে যেকোনো একটি A বা B জিন না থাকলে ফলের বর্ণ হবে সাদা ।

উদ্দীপকের F₂ জনুতে কী কী উৎপন্ন হবে?

i. সাদা ছাগল

ii. কালো ছাগল

iii. অ্যাশ ছাগল

নিচের কোনটি সঠিক?