খাদ্যদ্রব্য পরিপাকে ও শোষনে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের ভূমিকা এবং স্থূলতা ও পৌষ্টিকতন্ত্রের রোগ
টায়ালিন কি?
মানুষের দন্ত সংকেত লেখ?
শর্করা বিপাকে উদ্দীপকের 'A' অংশের ভূমিকা বর্ণনা কর।
শর্করা ও আমিষ জাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাকে উদ্দীপকের 'B' অংশের ভূমিকাই মুখ্য- বিশ্লেষণ কর।
পরিপাকনালির দীর্ঘতম অঙ্গের সবচেয়ে অন্তঃস্থ পর্দাটিতে আঙুলের মতো অনেকগুলো অভিক্ষেপ রয়েছে যেগুলোতে অনেক শোষণ কোষ রয়েছে।
ল্যাকটিয়েল নালীতে কোনটি শোষিত হয়?