রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্র ও বায়ুথলির গঠন
রুই মাছের পার্শ্বীয় ধমনি দুটি একীভূত হয়ে গঠন করে
একাদশ শ্রেণির জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে একটি কার্প মাছ বাবচ্ছেদ করার সময় শিক্ষক মাছটির লক্ষঅঞ্চলে বায়ুপূর্ণ, চকচকে সাদা বর্ণের একটি থলি এবং একটি বিশেষ স্পন্দনশীল অঙ্গ দেখিয়ে ছাত্র-ছাত্রীদের বললেন, অল্পটি একটি চক্রে সংবহসম্পন্ন করলেও মানুষের ক্ষেত্রে তা দুইটি চক্রে সম্পন্ন হয়।
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।