টিস্যুকালচার প্রযুক্তি
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ড. সুকুমার একটি বিশেষ প্রযুক্তিতে অর্কিডের কক্ষমুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করেন এবং ড. রুমি অপর একটি প্রযুক্তির সাহায্যে Bacillus thuringiensis নামক ব্যাকটেরিয়া থেকে জিন বেগুনের DNA তে সংযুক্ত করে Bt বেগুন তৈরি করেন।
উদ্দীপকটি পড়ে উত্তর দাও :
কলা গাছে আজকাল টিস্যুকালচার প্রযুক্তির মাধ্যমে এক সাথে অধিক সংখ্যক চারা উৎপাদন করা হচ্ছে এবং এক বিশেষ প্রকার কোষ বিভাজনের জন্যই এরূপ চারা তৈরি সম্ভব হচ্ছে।
উদ্দীপকে উল্লিখিত বিভাজন ঘটে—
i. পরাগধানীর গঠনে
ii. রক্তকোষ উৎপাদনে
iii. ইস্টের সংখ্যাবৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
বিজ্ঞানীরা আধুনিক একটি পদ্ধতির মাধ্যমে ল্যাবরেটরিতে অসংখ্য চারাগাছ তৈরি করতে সক্ষম হয়েছেন। আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করতে পেরেছেন।
টিস্যুকালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান হলো-