কারক ও বিভক্তি
ক্রিয়াকে ‘কি/কাকে’ দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে কর্ম কারক পাওয়া যায়। যেমন- এখানে ‘কী ভাসিয়া গেল’; এর উত্তরে ‘কপোল’ পাওয়া যায় বলে এটি কর্ম কারক। এবং কোনো বিভক্তি না থাকায় হবে কর্মে শূন্য বিভক্তি।