শান্ট,মিটার ব্রিজ ও হুইটস্টোন ব্রিজ
অভ্যন্তরীণ রোধ কী?
তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধের উষ্ণতা সহগ কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো।
চিত্রের অ্যামিটারের পাঠ নির্ণয় করো।
চিত্রের A ও B বিন্দুকে একটি নগন্য রোধবিশিষ্ট গ্যালভানোমিটার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে কোনদিকে তড়িৎ প্রবাহ চলবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
পরীক্ষাগারে হারুন একটি 100Ω100\Omega100Ω রোধ এবং 10mA10mA10mA পাল্লার গ্যালভানোমিটার নিয়ে কাজ করার সময় উপরে অঙ্কিত বর্তনীর ন্যায় সজ্জিত করল। এই সময় শিক্ষক তাকে গ্যালভানোমিটারটিকে (0−10A)(0-10A)(0−10A) পাল্লার অ্যামিটারে রূপান্তর করতে বলায় সে গ্যালভানোমিটারের সজ্জায় কিছু পরিবর্তন আনল।
বর্তনীর তুল্যরোধ কত?