নদী ও নৌকা

1 km প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাতারু, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 kmh-1 বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60°কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 kmh-1 বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3kmh-1

DB 23
নদী ও নৌকা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

চিত্রে প্রবহমান নদীটির প্রশস্ততা 1.5 km1.5\ km এবং স্রোতের বেগ 4 km h14\ km\ h^{-1} রহমত মাঝি AB বরাবর নৌকা চালনা করে AC বরাবর ওপারে পৌঁছালেন। নৌকার বেগ 3 km h13\ km\ h^{-1}

নিচের চিত্রে করিম ও রহিম দু'জন মাঝি স্থির পানিতে 500 kg ভরের একটি স্থির নৌকাকে 'দু'তীর থেকে দড়ি দিয়ে 30° কোণে F\vec{F} বলে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে

3.6 km পথ অতিক্রম করে। করিম রহিমকে বলে "সমান টানে এ দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব।" [নৌকার তল ও পানির ঘর্ষণ বল উপেক্ষণীয়]

6 kin প্রস্থের নদীতে নৌকা, স্রোতের বেগ যথাক্রমে 20 kmh1^{-1}, 8 kmh1^{-1}

রহিম মাঝি 8 kmh18\ kmh^{-1} বেগে নৌকা চালিয়ে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে নদীর অপর তীরে পৌঁছায়। করিম মাঝি একই বেগে নৌকা চালিয়ে ন্যূনতম সময়ে অপর তীরে পৌঁছায়। স্রোতের বেগ 4 kmh14\ kmh^{-1}। নদীর প্রস্থ 2 km।