সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ
1 বাইটের অর্ধেককে কী বলা হয়?
নিবল (Nibble) : এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। নিবল মূলত হেক্সাডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এর কারণ হলো বাইনারির চারটি বিটকে একত্রে গ্রুপ করলে সেই গ্রুপটিকে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা উপস্থাপন করা সম্ভব। হেক্সাডেসিমালের এই চার বিটের কোডকে প্রকাশের জন্য মূলত নিবলের উপস্থাপনা করা হয়ে থাকে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কত বছর আগে গ্রিকরা ব্যাবিলনীয় ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতির ওপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে?
কোন পদ্ধতিতে ব্যবলিয়ানরা কোণের পরিমাপ করতো?
কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?
সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়- i. সুমেরিয়ান-ব্যাবিলিয়ান সভ্যতায় ii. মিশরীয় সভ্যতায় iii. বর্তমান সভ্যতায় নিচের কোনটি সঠিক?