পরমানু মডেল
ও হচ্ছে-
আইসোবার : যে সব পরমাণুর প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভর সংখ্যা বা (p + n) সমান হয়; এদেরকে পরস্পরের আইসোবার বলে।
উভয় পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যা হলো 40; কিন্তু তাদের প্রোটন সংখ্যা ভিন্ন। আইসোবার পরমাণুর ভৌত ও রাসায়নিক উভয় প্রকার ধর্ম ভিন্ন হয়।
সুতরাং ও হচ্ছে পরস্পরের আইসোবার।