৪.৫ লা শাতেলিয় নীতি ও শিল্প উৎপাদন
তাপ
তাপমাত্রা কমালে কি ঘটবে?
বিক্রিয়াটি তাপ উৎপন্ন করছে। তাই, তাপমাত্রা কমালে বিক্রিয়াটি এমন দিকে সরে যাবে যাতে তাপ উৎপন্ন হয়। অর্থাৎ, বিক্রিয়াটি বাম দিকে সরে যাবে।
অধিক পরিমাণে বিক্রিয়ক (SO2 এবং O2) তৈরি হবে এবং উৎপাদ (SO3) এর পরিমাণ কমে যাবে।
কম তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং উৎপাদকের ঘনমাত্রা কমে যাওয়ায় সাম্যাবস্থা ধ্রুবক (Kc) এর মান কমে যাবে।