২.৮ দ্রাব্যতা গুণফল ও নীতি
200 mL 1.3 x 10-3 M ঘনমাত্রার AgNO3 দ্রবণের সাথে 100mL 4.5 x 10-5 M ঘনমাত্রার Na2S দ্রবণ মেশানাে হল। এতে কি কোন অধঃক্ষেপ পড়বে? যুক্তি দাও।
AgS এর [Ksp = 1.6 x 10-49]
25°C তাপমাত্রায় 45 g ধাতব ক্লোরাইড (A) কে 300 g দ্রাবকে দ্রবীভূত করা হলে বিকার পাত্রটিতে ঠান্ডা অনুভূত হয়।
'A' এর দ্রাব্যতা কত হবে? (প্রতি 100g দ্রাবকে)
এর হলে দ্রাব্যতা কত?
LM2 এর দ্রাব্যতা 0.0003 mol L-1 হলে এর দ্রাব্যতা গুণফল কত ?
25°C তাপমাত্রায় 100 mlপানিতে 1.92×10-4g AgCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। AgCl এরক্ষেত্রে প্রযোজ্য উক্তি হলো-
i. 3.0 M NH3 এ জলীয় দ্রবণে AgCl এর দ্রাব্যতা বৃদ্ধি ঘটে
ii. 0.2M NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা বৃদ্ধি ঘটে
iii. 0.1M AgNO3 দ্রবণে AgCl এর দ্রাব্যতা হ্রাস ঘটে
নিচের কোনটি সঠিক ?