বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
2NH3 + CO2 → CO(NH2)2 + H2O
উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?
অত্যন্ত বিষাক্ত যা CO2 এর সাথে মিলিত হয়ে যকৃতে অরনিথিন চক্র (ornithine cycle)-এর মাধ্যমে কম ক্ষতিকর ও পানিতে দ্রবণীয় ইউরিয়া (urea)-য় পরিণত হয়। এটি ইউরিয়া চক্র নামেও পরিচিত। ইউরিয়া প্লাজমায় (রক্তরসে) অবস্থান করে এবং সংবহনতন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছায় ।
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
'A' চিহ্নিত অংশটি তৈরিতে অংশগ্রহণকারী উপাদান হলো-
পোডোসাইট কোষ
ক্যাপসুলার স্পেস
গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম
নিচের কোনটি সঠিক?
উল্লিখিত অঙ্গে ব্যবহৃত হরমোনের উৎসস্থল—
পিটুইটারি গ্রন্থি
অ্যাড্রেনাল গ্রন্থি
হৃৎপিণ্ড
নিচের কোনটি সঠিক?
মিতুল ক্লাসে রেচনতন্ত্র পড়ার সময় দেখল পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যা রক্তে প্রবাহিত হয়।
উদ্দিপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
রক্তে H2O কমলে অধিক হরমোন ক্ষরিত হবে
রক্তে H2O বাড়লে কম হরমোন ক্ষরিত হবে
Na+ রেচন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক ?