প্রতিবিম্ব

6 cm লম্বা একটি বস্তুকে 16 cm ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স থেকে 12 cm দূরে স্থাপন করা হলো। এক্ষেত্রে-

  1. বস্তু যে পার্শ্বে অবস্থিত বিম্বটি সে পার্শ্বে গঠিত হবে

  2. বিম্বের আকার 24 cm হবে

  3. বিম্ব বাস্তব ও উল্টো হবে

নিচের কোনটি সঠিক? 

প্রামাণিক স্যার,ইসহাক স্যার,তপন স্যার

১) ফোকাসের ভিতরে বস্তুকে রাখায় অবাস্তব অর্থাৎ বস্তু যে পার্শ্বে অবস্থিত বিম্বটি সে পার্শ্বে গঠিত হবে।

প্রতিবিম্ব টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 cm । কোনো একটি বস্তুর প্রতিবিম্ব ওই লেন্সটি দ্বারা গঠিত হলে তার আকার বস্তুর আকারের 1/4 ভাগ হয়। সেক্ষেত্রে বস্তুর দূরত্ব-

শিলা 9cm ফোকাস দূরত্বের একটি ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের সামনে বস্তু রেখে 3 গুন বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পেল। পরবর্তীতে সে লেন্সটিকে পূর্বের লেন্সের অর্ধেক ফোকাস দূরত্বের অপর একটি উত্তল লেন্স দ্বারা প্রতিস্থাপন করল।

লেন্সটি প্রতিস্থাপনের ফলে সে কী ধরনের বিম্ব দেখতে ফেল?

একটি অবতল লেন্সে ফোকাস বিন্দু বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে-

একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 12cm।  লেন্সটির প্রধান অক্ষের ওপর একটি বস্তু রাখা হলে বস্তুর আকারের তিনগুন বির্বধিত বিম্ব পাওয়া যায়।

উদ্দীপকের লেন্সটিতে-

  1. সর্বদাই বাস্তব বিম্ব পাওয়া যায়
  2. বাস্তব ও অবাস্তব উভয়-বিম্ব পাওয়া যায়
  3. কেবল বস্তুর দূরত্ব ফোকাস দূরত্বের কম হলে অবাস্ত বিম্ব পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?