আলোক তড়িত ক্রিয়া
A এবং B দুটি ধাতুর কার্য অপেক্ষক যথাক্রমে 4.2 eV এবং 1.9 eV । যদি 3500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো এদের ওপর ফেলা হয় তাহলে কোনটি থেকে ইলেকট্রন নির্গত হবে?
B থেকে ইলেকট্রন নির্গত হবে
আলোক তড়িৎ ক্রিয়া পরিক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর 0.714 × 1015 Hz কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃতি বিভব 0.65 V. আবার 3.1 × 102 m তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব 1.69 V।
ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাসিয়াম ধাতুর উপর তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয় ।
দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে তার প্রাপ্ত ফলাফল হতে উল্লিখিত গ্রাফটি অঙ্কন করলো। পরীক্ষাগারে 1.5volt এর একটি ব্যাটারী আছে।
আপতিত আলোর কী বৃদ্ধি করলে ফটোতড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে?