এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ
A→ পত্ররন্ধ্র
B→ ভাস্কুলার বান্ডল
মূলের ত্বককে কী বলে?
উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।
মূলের বহিরাবরণকে কী বলে?
জীববিজ্ঞানের শিক্ষক ব্যবহারিক ক্লাসে একটি উদ্ভিদের দুটি অংশের অন্তর্গঠন ছাত্রদের দেখালেন। একটি অংশের বহিঃত্বকে এককোষী রোম বিদ্যমান। অপরটিতে রোম নেই কিন্তু কিউটিকল আছে।
মাইরোসিন পাওয়া যায়-