DNA রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন
'A' প্রক্রিয়া ও 'B' প্রক্রিয়া সংগঠিত হয় যথাক্রমে-
ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এর মধ্যে পার্থক্য-
ট্রান্সক্রিপশন | ট্রান্সলেশন |
---|---|
১। DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA (mRNA) অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। | ১/ mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন । |
২। এক্ষেত্রে ATP GIP. CTP ও UTP উপকরণগুলো ব্যবহৃত হয়। | ২। এক্ষেত্রে সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়। |
৩। এ প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে। | ৩। এ প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। |
৪। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোসোমের সাথে সম্পর্কিত নয়। | ৪। ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের রাইবোসোমের সাথে সংশ্লিষ্ট। |
৫। এ প্রক্রিয়ায় RNA পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। | ৫। এ প্রক্রিয়ায় অ্যাকটিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পাল ন করে। |
৬। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর RNA পলিমারেজ প্রথমে DNA এর পাক খুলে নেয়। | ৬। এনজাইমে tRNA এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পর বের হয়ে যায় এবং AMP পারে এনজাইমে মুক্ত হয়। |