DNA রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন

'A' প্রক্রিয়া ও 'B' প্রক্রিয়া সংগঠিত হয় যথাক্রমে-

মাজদো বেগম ম্যাম,আজিবুর স্যার

ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এর মধ্যে পার্থক্য-

ট্রান্সক্রিপশন

ট্রান্সলেশন

১। DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA (mRNA) অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন।

১/ mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন ।

২। এক্ষেত্রে ATP GIP. CTP ও UTP উপকরণগুলো ব্যবহৃত হয়।

২। এক্ষেত্রে সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়।

৩। এ প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে।

৩। এ প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়।

৪। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোসোমের সাথে সম্পর্কিত নয়।

৪। ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের রাইবোসোমের সাথে সংশ্লিষ্ট।

৫। এ প্রক্রিয়ায় RNA পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫। এ প্রক্রিয়ায় অ্যাকটিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পাল ন করে।

৬। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর RNA পলিমারেজ প্রথমে DNA এর পাক খুলে নেয়।

৬। এনজাইমে tRNA এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পর বের হয়ে যায় এবং AMP পারে এনজাইমে মুক্ত হয়।

DNA রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন টপিকের ওপরে পরীক্ষা দাও