২.১ জৈব যৌগ, অজৈব যৌগ, কার্বন এর sp,sp 2, sp 3 সংকরায়ণ
(a) লাল ফসফরাস ও পানির মিশ্রনে ফোটা করে Br2 যোগ করলে কি উৎপন্ন হয় ?
(b) জন্ডিস , লিভার সিরোসিস রোগের জন্য দায়ী কি ?
(c) SP2 হাইব্রিড অর্বিটালের জ্যামিতিক আকৃতি আঁক।
(d) গ্লুবার লবণের সংকেত লেখ।
(e) এক মোল C.F.C গ্যাস যে ক্লোরিন পরমাণুকে বহন করে তার একটি পরমাণু কতটি ওজোন অণুকে ধ্বংস করে ?
(f) 0.1M NaOH প্রস্তুত করতে 5000gm পানিতে কত গ্রাম বিশুদ্ধ NaOH দ্রবীভূত করতে হবে ?
(a)
; এভাবে উৎপন্ন হয় ।
(b) হাইজ্রোকার্বনগুলোর হ্যালোজেন জাতক সমূহের ব্যবহারের ফলে।
(c)
(d)
(e)
(f) পানি litre পানি 5 litre (Ans.)
HC ≡ C–CH=CH2 যৌগটির C–C একক বন্ধনটিতে কার্বন, ২ টির যে সংকরায়ন ঘটে তা হলো-
নিচের উক্তিগুলো লক্ষ্য কর:
বন্ধন শক্তির ক্রম- Csp-H>Csp2-H>Csp3-H
তড়িৎ ঋণাত্বকতার ক্রম: Csp3-H>Csp2-H>Csp-H
ফিউরান হেটারোসাইক্লিক অ্যারোমাটিক যৌগ
নিচের কোনটি সঠিক?
3-ইথাইল-2-মিথাইল পেন্ট-1-ইন-4-আইন
উদ্দীপকে যৌগটিতে সিগমা বন্ধন কতটি?
নিচের কোনটি পাওয়া সম্ভব নয়?