আপেক্ষিক বেগ সংক্রান্ত ও বৃষ্টি ছাতা

A car is moving at a velocity of 8 km/hour.  A body is thrown outside the car at a velocity of 16 km/hour. If the body moves perpendicular to the car,  what is the angle at which the body was thrown ?  

IUT 10-11,Agr. GST 23-24

প্রদত্ত:

গাড়ির বেগ, vcar =8 km/h \vec{v}_{\text {car }}=8 \mathrm{~km} / \mathrm{h} (ধরি, x x -অক্ষ বরাবর)

বস্তুর নিক্ষেপ বেগ, vbody =16 km/h \vec{v}_{\text {body }}=16 \mathrm{~km} / \mathrm{h} (গাড়ির সাপেক্ষে লন্বভাবে)

যেহেতু বস্তুটি গাড়ির সাপেক্ষে লম্বভাবে নিক্ষিপ্ত হয়েছে, তাই এর বেগ y y -অক্ষ বরাবর। ফলে বস্তুটির প্রকৃত বেগ হবে গাড়ি ও বস্তুর বেগের ভেক্টর যোগফল:

vresultant =vcar +vbody =8i^+16j^ km/h \vec{v}_{\text {resultant }}=\vec{v}_{\text {car }}+\vec{v}_{\text {body }}=8 \hat{i}+16 \hat{j} \mathrm{~km} / \mathrm{h}

নিক্ষেপণের কোণ নির্ণয়:

নিক্ষেপপের কোণ (θ) (\theta) হলো x x -অক্ষ (গাড়ির গতি) সাপেক্ষে বস্তুর প্রাথমিক গতির দিক। এটা নির্ণয় করা যায় ভেক্টরের ট্যানজেন্ট ফাংশন দিয়ে:

tanθ= লম্ব বেগা  গাডির বেগ =168=2θ=tan1(2)63.43 \begin{aligned} \tan \theta & =\frac{\text { লম্ব বেগা }}{\text { গাডির বেগ }}=\frac{16}{8}=2 \\ \theta & =\tan ^{-1}(2) \approx 63.43^{\circ} \end{aligned}

আপেক্ষিক বেগ সংক্রান্ত ও বৃষ্টি ছাতা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

500 kg ভরের স্থিরভাবে ভাসমান একটি নৌকার দুইপ্রান্তে দুইজন সাতারুঁ স্থিরভাবে দাঁড়িয়ে আছে।তাদের ভর যথাক্রমে 50 kg এবং 75 kg। তারা প্রত্যেকে একসাথে বিপরীত দিকে 10m/s বেগে লাফ দিলে নৌকাটি কত বেগে গতিশীল হবে?

খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে 15 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ছাড়ে। ট্রেন দুটির বেগ 48 কি.মি./ঘণ্টা। খুলনাগামী অপর একটি ট্রেন যদি এদেরকে 5 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তবে, খুলনাগামী ট্রেনের বেগ কত কি.মি./ঘণ্টা?

একটি লোক 4 km/h  বেগে সোজা পূর্ব দিকে যাওয়ার সময় দেখল বাতাস উত্তর পূর্বদিক  হতে  4√2 km/h  বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের প্রকৃত গতিবেগ-

B এর সাপেক্ষে A কণার আপেক্ষিক বেগের সঠিক সূত্র কোনটি?