মাত্রা ও একক বিষয়ক
Ampere-sec কোন রাশির একক?
সংজ্ঞাঃ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার (1A) তড়িৎ প্রবাহ এক সেকেন্ড (1s) চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব (1C) বলে।
অর্থাৎ,
আধান = অ্যাম্পিয়ার সময়
তাই সঠিক উত্তর আধান।