অ্যান্টিবডি ও টিকা
'A' ব্লাডগ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?
A রক্তগ্রুপের ব্যক্তিদের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে A অ্যান্টিজেন থাকে এবং B অ্যান্টিজেনের বিরুদ্ধে IgM অ্যান্টিবডি ধারণকারী রক্তের সিরাম থাকে। অতএব, একজন A গ্রুপ ব্যক্তি শুধুমাত্র A বা O গ্রুপের ব্যক্তিদের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে (A প্রাধান্যযোগ্য) এবং A বা AB টাইপের ব্যক্তিদের রক্ত দিতে পারে।
জন্মের পর বিভিন্ন রোগের টিকার জন্য যেমন আমাদের দেহে এক ধরনের অনাক্রম্যতার সৃষ্টি হয়; তেমনি জন্মের সময়ও আমাদের দেহে প্রাকৃতিকভাবে এক ধরনের অনাক্রম্যতা সৃষ্টি হয়।
বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে।
ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, "এটি অনুজীব ঘটিত রোগ কিন্তু সংক্রামক নয় । "
★বর্ণার রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে?
i.ভ্যাকসিন নেয়া
ii.বায়ু দূষণ থেকে দূরে থাকা
iii.অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
শ্রেণিকক্ষে শিক্ষক বললেন আমাদের দেহে এক ধরনের বিশেষ প্রোটিন অণু তৈরি হয় যা আমাদের ইমিউন সিস্টেমকে সচল রাখে। যা জীবাণুর আক্রমণ হতে প্রতিরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন যে, টিকাদান কর্মসূচীর কোন বিকল্প নেই একটি রোগমুক্ত দেশ গড়তে।
মানবদেহে কোন এন্টিবডি সবচেয়ে বেশি থাকে?