সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক
(B2F)_16 অক্টালে ৰূপান্তরের ক্ষেত্রে- i. প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি তে রূপান্তর করতে হবে ii. বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে iii. বাইনারি থেকে ডেসিমেলে নিতে হবে।
প্রশ্নটিতে (_{16}B2F) হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। তাই আমাদেরকে প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি তে এবং তারপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে।
i. হেক্সাডেসিমেল থেকে বাইনারি তে রূপান্তর: প্রতিটি হেক্সাডেসিমেল সংখ্যাকে ৪ বিট বাইনারি বর্ণনার সাথে মানানসই করবে। (_{16}B2F) হেক্সাডেসিমেল কে বাইনারিতে রূপান্তর করলে আমরা পাই 1011 0010 1111।
ii. বাইনারি থেকে অক্টাল রূপান্তর: বাইনারি সংখ্যাকে ৩ বিট গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। 101 100 101 111 এ রূপান্তর করে পাই (_{8}545) অক্টাল।
iii. এই ধাপে রূপান্তরের কোন প্রয়োজন নেই বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ার, তাই এটি অপ্রয়োজনীয়।
তাই ‘ক' হবে উত্তর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এর মধ্যে এবং নম্বর পেয়েছে।
(১০) এর পূর্বের মান কোনটি?
রিমি ও টাকা দিয়ে দুটি বই কিনে রিকশা চড়ে বাসায় ফিরল। সে রিকশা চালককে একটি একশত টাকার নোট দিল, রিকশা চালক তাকে চল্লিশ টাকা ফেরত দিল।
'ক' কলেজের অইসিটি শিক্ষক বোর্ডে এবং সংখ্যাগুলো লিখলেন এবং ম্বিতীয় ও তৃত্তীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন।
অতঃপর বললেন, "কম্পিউটারের অভ্তন্তরে সমযু গাণিতিক কাজ হয় এককটি মাত্র অপারেশনের মাধ্যমে"।