২.২ কোয়ান্টাম সংখ্যা, উপস্তর, ইলেকট্রন ধারণ ক্ষমতা
-এর ক্ষেত্রে এর নূন্যতম মান সম্ভব-
C এর ক্ষেত্রে যেহেতু d অরবিটাল আছে তাই ন্যূনতম 3d অরবিটাল হয় কেননা 2d সম্ভব না। এরপর 4s অরবিটাল আছে। তাই C এর ক্ষেত্রে এর ন্যূনতম মান 4 হতে হবে।
প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 বিশিষ্ট অরবিটালের মধ্যে সমান সংখ্যাক জোড় ও বিজোড় ইলেকট্রন থাকলে মৌলটির নাম কি?
হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত?
এর শক্তিস্তরে ইলেকট্রন কয়টি?
X, Y ও Z হলো পর্যায় সারণীর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপের মৌল। এই মৌলগুলো হলো যথাক্রমে ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca) এবং স্ট্রনটিয়াম (Sr)।
X, Y ও Z মৌলসমূহের শেষ কক্ষ পথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে?