ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র
C3 উদ্ভিদের কার্বন বিজারন প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
C3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপখাইয়ে নিতে সক্ষম।সালোকসংশ্লেষনের জন্য বায়ুমন্ডলে CO2 এর ঘনত্ব কমপক্ষে ৫০ppm (parts per million) প্রয়োজনে ৫০-১৫০ppm। তবে মনে করা হয় বেশিরভাগ C3 উদ্ভিদ অপেক্ষাকৃত শীতপ্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে।
C3 উদ্ভিদ এবং এদের বৈশিষ্ট্যঃ
যে সকল উদ্ভিদে C3 চক্র তথা ক্যালভিন চক্র ঘটে এবং প্রথম স্থায়ী পদার্থরূপে ৩-কার্বনবিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় সে সকল উদ্ভিদকে C3 উদ্ভিদ বলে । অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদে, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে C3 চক্র বর্তমান। বেশ কিছু একবীজপত্রী উদ্ভিদেও C3 চক্র দেখা যায়। ১১টি গণের সপুষ্পক উদ্ভিদে C3 এবং C4 উভয় চক্রই পাওয়া গেছে ( Salisbury, 1986)। নগ্নবীজী উদ্ভিদ, টেরিডোফাইটস, ব্রায়োফাইট্স এবং শৈবালের যত উদ্ভিদে সালোকসংশ্লেষণ পর্যবেক্ষণ করা হয়েছে তাদের সবগুলোতেই C3 চক্র পাওয়া গেছে। C3 উদ্ভিদের বৈশিষ্ট্য নিম্নরূপ-
C3 উদ্ভিদে রাইবুলোজ-১, ৫-বিসফসফেট প্রথমে CO2 গ্রহণ করে।
C3 উদ্ভিদ প্রধানত মেসোফাইটিক।
C3 উদ্ভিদের স্টোমাটা দিনে খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ধান, কলা, ভুট্টা ও ইক্ষু একবীজপত্রী উদ্ভিদ হলেও শেষোক্ত উদ্ভিদ্বয়ের কার্বন ডাই-অক্সাইড (CO₂) বিজারণের গতিপথ প্রথম দুটি উদ্ভিদ থেকে ভিন্নতর ও উন্নত।
গ্রুপ-P | গ্রুপ-M |
|---|---|
C-3 চক্র | ডাইকার্বক্সাইলিক চক্র |
করিম মিয়া তার জমিতে কলা চাষের পাশাপাশি ভুট্টারও চাষ করলেন যদিও উদ্ভিদ দুটিতে কার্বন বিজারণের গতিপথ ভিন্ন।
হ্যাচ ও স্ন্যাক চক্রের স্থায়ী পদার্থ কোনটি?