২.৩ জৈব যৌগ এর নামকরণ
CH3 – CH2 – O – CH2 – CH3 যৌগটির নাম–
ইথক্সি ইথার
ডাইইথাইল ইথার
ইথক্সি ইথেন
নিচের কোনটি সঠিক?
IUPAC (International Union of Pure and Applied Chemistry) নামকরণের নিয়ম অনুসারে, ইথারকে অ্যালকক্সিঅ্যালকেন হিসেবে নামকরণ করা হয়। এক্ষেত্রে অক্সিজেন পরমাণুর উভয় পাশের অ্যালকাইল গ্রুপগুলির মধ্যে যেটিতে কার্বন সংখ্যা কম, সেটি "অ্যালকক্সি" অংশ হিসেবে বিবেচিত হয়, এবং বড় অংশটি "অ্যালকেন" হিসেবে বিবেচিত হয়।
এই যৌগে, অক্সিজেন পরমাণুর উভয় পাশে দুটি ইথাইল গ্রুপ রয়েছে। যেহেতু উভয় পাশে কার্বন সংখ্যা সমান (দুটি করে কার্বন), যেকোনো একটিকে অ্যালকক্সি ধরা যেতে পারে।
- অ্যালকক্সি অংশ: ইথক্সি
- অ্যালকেন অংশ: ইথেন
সুতরাং, যৌগটির IUPAC নাম হলো ইথক্সিইথেন (Ethoxyethane)।