২.৩ জৈব যৌগ এর নামকরণ
CH3-CH(CH3)CH2-C(CH3)OH-CH2-CH3 এর নাম হচ্ছে-
3,5-Dimethaylhexanol-3
প্রথমে প্রধান কার্যকরী মূলক যেদিকে কাছে সেদিক থেকে নাম্বারিং শুরু করবো। এরপর শাখা শিকলের নামকরণ করবো।শেষে প্রধান শিকলের নামকরণ করবো।
CH3 -CH(OH) - CH (CH3) - CHO এর নাম কী?
-মিথাইল প্রোপিন= A) যা এর সাথে বিক্রিয়া করে X (I-C যুক্ত) & Y উৎপন্ন করে।
1. X টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে Y করে না।
ii. Y ও X আলোক সমাণুতা প্রদর্শন করে।
iii. A ইলেকট্রনাকর্ষী যুত বিক্রিয়া প্রদর্শন করে।
নিচের কোনটি সঠিক?
CH3CH(C2H5)CH2-CHBr-CHCl-CH3 যৌগটির IUPAC নাম কি ?
A যৌগ: 2- অ্যামিনো -2- ফিনাইল ইথানয়িক এসিড
A যৌগে কাইরাল কার্বন সংখ্যা কয়টি?