৪.১২ ph ও ph scale
CuSO4.5H2O- এ কেলাস পানির সংখ্যা কত?
CuSO4.5H2O-তে 5 টি কেলাস পানি (H2O) রয়েছে।
ব্যাখ্যা:
CuSO4.5H2O-এর রাসায়নিক সংকেত থেকে দেখা যায় যে, এটি তৈরি হয়েছে 1 টি কপার সালফেট (CuSO4) এবং 5 টি পানি (H2O) অণুর সমন্বয়ে।
CuSO4-এর মোলার ভর 159.6 g/mol এবং H2O-এর মোলার ভর 18 g/mol।
CuSO4.5H2O-এর মোলার ভর 249.6 g/mol।
উদ্দীপক অনুসারে
AB2 যৌগ অম্লধর্ম প্রদর্শন করে
X2B5 একটি নিরূদক
YB2 যৌগের ক্ষারকত্ব '২'
নিচের কোনটি সঠিক?
এসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি হলে দ্রবণে-
H+ এর ঘনমাত্রা বেশী হয়
এসিডের দ্রবণটি অধিক শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে
দ্রবণের pOH বেশী হয়
নিচের কোনটি সঠিক?
ডেসিমোলার মিথানয়িক এসিডের বিয়োজন মাত্রা 10% হলে এর pH কত? (Ka = 1.8×10-4)
পাকস্থলীর পাচক রসের pH =4.74 হলে H+ আয়নের ঘনমাত্রা কত?