সবাত শ্বসন
Cyt-a3 তে O2 এর জারণের সময় অণুঘটক হিসেবে কাজ করে কোনটি?
কমপ্লেক্স-IV (Complex-IV): এ কমপ্লেক্সে আছে সাইটোক্রোম- অক্সিডেজ, যার অন্তর্ভুক্ত হলো সাইটোক্রোম-a (Cyt. a) এবং সাইটোক্রোম-az (Cyt. a3)। এ কমপ্লেক্সের সাইটোক্রোম-এ এবং সাইটোক্রোম-a3 কমপ্লেক্স-III থেকে ইলেকট্রন গ্রহণ করে। এখানেও একটি ATP তৈরি হয়। এই কমপ্লেক্স থেকে নির্গত ইলেকট্রনগুলো মইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে আসে এবং H'আয়ন ও অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে পানি গঠন করে।
(কমপ্লেক্স IV থেকে নির্গত)
কাজেই ETC-এ ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা হলো অক্সিজেন। ETC সবাত শ্বসনের একটি পর্যায় মাত্র, এ পা ঘড়া সবাত শ্বসন পূর্ণ হয় না। শ্বসনের সর্বশেষ এই পর্যায়েই আণবিক O₂ ব্যবহৃত হয় এবং এই বিক্রিয়াকে চুড় শানিক পর্যায় বা প্রান্তীয় শ্বসন বা টারমিনাল শ্বসন (terminal respiration) বলে।
কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো ভূট্টা ও আখ।
দ্বিতীয় দলের উদ্ভিদে - এর গ্রাহক কোনগুলো?
ফসফোইনল পাইরুভিক এসিড
রাইবুলোজ -৫-ফসফেট
রাইবুলোজ-১,৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?
ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়?
মাইটোকন্ড্রিয়ায় ঘটে-
i. গ্লাইকোলাইসিস
ii. ক্রেবস চক্র
iii. ইলেকট্রন প্রবাহ তন্ত্র
নিচের কোনটি সঠিক?