ডেটাবেজের ধারণা ও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
এসকিউএলকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হচ্ছে: ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (Data Definition Language বা সংক্ষেপে DDL) ও ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (Data Manipulation Language বা সংক্ষেপে DML)।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর প্রধান কাজ হচ্ছে-
i. ডেটাবেজ তৈরি করা
ii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা
iii. রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা
নিচের কোনটি সঠিক?
আক্ষরিক অর্থে ডেটাবেজ হচ্ছে?
DBMS-এর সুবিধা হলো- i. সহজে ডেটাবেজ থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় ii. সহজেই ডেটা শেয়ার করা যায় iii. কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেজকে প্রভাবিত করতে পারে নিচের কোনটি সঠিক?
হার্ডডিস্কের ডেটাগুলো কী আকারে থাকে?