অফিস , বাসস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি

E-commerce-এর সাথে সম্পর্কিত শব্দ হলো- i) ক্রেডিট কার্ড ii) ডেবিট কার্ড iii) আইডেন্টিটি কার্ড নিচের কোনটি সঠিক?

ই-কমার্স (Electronic Commerce/e-commerce) : ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয় । আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা

সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসাসংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ করাই হচ্ছে ই-কমার্স। এটি একটি আধুনিক ব্যবসায়িক পদ্ধতি, যেখানে পণ্যের কেনাবেচা অনলাইন পদ্ধতিতে হয়ে থাকে ।

ই-কমার্স সাইটে বিভিন্ন পণ্যের বর্ণনা ও দামদেওয়া থাকে। গ্রাহকগণ উক্ত সাইটে প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র (Purchase Order) প্রদান করে

থাকে এবং ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা করে। অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পর বিক্রেতা চাহিদাপত্র অনুযায়ী পণ্যসামগ্রী ক্রেতার নিকট পৌঁছানোর জন্য নিজস্ব

ব্যবস্থাপনা বা অন্য কোনো পরিবহন সংস্থার

শরণাপ্ত হয় এবং নির্দিষ্ট সময়ে মালামাল পৌঁছে দেয়।

এ ধরনের অতিপরিচিত কিছু ওয়েবসাইট হলো www.bikroy.com,

www.amazon.com, www.ebay.com ইত্যাদি।

অফিস , বাসস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও