আপেক্ষিকতার ত্বত্তের ধারনা
E = hf সূত্রটি প্রদান করেন -
1901 সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক (Max Planck) দেখলেন যে, তরঙ্গ তত্ত্ব বা তাড়িতচৌম্বক তত্ত্ব দ্বারা অনেকগুলো ঘটনার ব্যাখ্যা দেয়া যায় না। তাই প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব নামে এক নতুন তত্ত্ব প্রদান করেন যার সাহায্যে ঐ সকল ঘটনার ব্যাখ্যা দেয়া যায়।
আলোক রশ্মি বা যে কোনো ধরনের বিকিরণের শক্তি যে গুচ্ছ বা প্যাকেট বা কোয়ান্টা হিসেবে নির্গত হয় তাকে ফোটন বলে।
কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, যে কোয়ান্টার কম্পাঙ্ক । তার শক্তি-
E = hf
এখানে, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এর মান 6.626×10-³⁴ J-s।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই