ডায়োড ও ডায়োডের প্রয়োগ

Forward bias এ PN জাংশনের ডিপ্লেশন স্তর-

CB 22

Forward bias এ PN জাংশনের ক্ষেত্রে ডিপ্লেশন স্তর সংকুচিত হয়। Forward bias প্রয়োগ করলে পি-টাইপ ও এন-টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যবর্তীতে অবস্থিত ডিপ্লেশন স্তরের ব্যারিয়ার পোটেনশিয়াল কমে যায় এবং বিদ্যুৎ প্রবাহের জন্য ব্যারিয়ার সহজে অতিক্রান্ত হতে পারে।

যখন জাংশনে এমনভাবে বহিঃস্থ ভোল্টেজ প্রয়োগ করা হয় যাতে এটি বিভব প্রাচীর হ্রাস করে তড়িৎ প্রবাহ চালু করে তখন একে সম্মুখবর্তী ঝোঁক প্রয়োগ (forward biasing) বুঝায়।

সুতরাং, সঠিক উত্তর: সংকুচিত হয়

ডায়োড ও ডায়োডের প্রয়োগ টপিকের ওপরে পরীক্ষা দাও