অ্যামাইটোসিস,মাইটোসিস,কোষ চক্র
G₂ দশার পর্যায়কাল হলো-
G1 দশা : 30-40%.
G2 দশা : 10-20%.
S দশা : 30-50%.
মাইটোসিস দশা : 5-10%.
G2 দশা (Gap2 phase) : এটি হলো M. Phase-এ (মাইটোসিস দশা) প্রবেশ করার প্রস্তুতি পর্যায়। এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হবে। একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোম-এ পরিণত হয়। সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি সূচনা করে। বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি (ATP) তৈরি হয়। G2 থেকে মাইটোসিস-এ প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর (MPF) নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। কিছু সংখ্যক কোষ G2 উপপর্যায়ে এসেও আটকা পড়ে যায়, আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে না। মোট সময়ের ১০-২০ ভাগ সময় এ উপপর্যায়ে ব্যয় হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোন বিভাজনের কোন পর্যায়ে DNA অনুলিপন ঘটে?
নিচের চিত্রটি দেখ:
উদ্দীপকের চক্রটি কোষচক্র নির্দেশ করলে চক্রটির তাৎপর্য—
i. জীবের বংশবৃদ্ধি করে
ii. ক্ষয়পূরণ করে
iii. জীবকূল স্বাভাবিক রাখে
নিচের কোনটি সঠিক?
কোষ বিভাজনের অভ্যন্তরীণ ফ্যাক্টর কোনটি?
i. কাইনেজ
ii. সাইক্লিন
iii. গ্রোথ ফ্যাক্টর
নিচের কোনটি সঠিক?
প্রাথমিকভাবে M দশাটি বিভক্ত হয়-