ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ
>= কোন ধরনের অপারেটর ?
অপারেটর | অর্থ |
|---|---|
< | Less than (ছোট) |
<= | Less than or equal (ছোট বা সমান) |
> | Greater than (বড়) |
>= | Greater than or equal (বড় বা সমান) |
== | Equal to (সমান) |
!= | Not equal to (অসমান) |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোন ডেটাবেজের ব্যবহার অপেক্ষাকৃত সহজ?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ID | Name | Address |
|---|---|---|
1001 | Anika Azad | Kushtia |
1002 | Shafin Hasan | Dhaka |
1003 | Adnan Jaami | Rangpur |
Table-1
SL | Designation | Address |
|---|---|---|
1 | Manager | 40,000 |
2 | Officer | 25,000 |
3 | Accountant | 50,000 |
Table-2
উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখাতে বলা হলো। "খ" নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছির। 'গ' নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে।
শিক্ষক স্বল্পতার কারণে বাংলা শিক্ষক মোস্তাক সাহেবকে ইংরেজি, বাংলা ও গণিত ক্লাস নিতে হয়।
উল্লিখিত পরিস্থিতি ডেটাবেজের কোন ধরনের রিলেশনকে ইঙ্গিত করে?
পরস্পর সম্পর্ক যুক্ত একাধিক ফাইল নিয়ে গঠিত হয়?