প্রজনন জনিত সমস্যা, যৌনবাহিত রোগসমূহের লক্ষণ ও প্রতিকার
HIV সংক্রমণের কারণ হতে পারে-
নিচের কোনটি সঠিক?
এইডস রোগের সংক্রমণ: এইডস রোগের HIV ভাইরাস রোগীর রক্তে, বীর্যে, যোনি রসে, বুকের দুধে, মুখের লালায় বাস করে। উল্লেখ্য যে, স্নেহজাতীয় পদার্থের আবরণ থাকায় HIV অত্যন্ত ভঙ্গুর। তাই শরীরের বাইরে বেশিক্ষণ থাকতে পারে না, সে কারণে HIV সংক্রমণ ছোঁয়াচে নয়, HIV সংক্রমণের কারণগুলো— (i) HIV আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে সঞ্চালন করলে; (ii) রোগীর ব্যবহৃত সূচ, সিরিঞ্জ ব্যবহারের ফলে; (iii) রোগীর ব্রাশ, রেজার ব্যবহার করলে; (iv) যৌন সঙ্গম করলে; (v) গর্ভাবস্থায় প্রসবকালে বা মায়ের দুধ পানের ফলে HIV আক্রান্ত মায়ের মাধ্যমেও সংক্রমণ হতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই