Basic Sentence

Identify the imperative sentence-

Imperative Sentence কাকে বলে:

যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশনা, নিষেধ কিংবা উপদেশ প্রকাশ করা হয়, তাকে Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। এ ধরনের বাক্যের সাহায্যে কাউকে কিছু বলা হলে, সেক্ষেত্রে  একধরনের সরাসরি নির্দেশনা প্রকাশিত হয় বলে Imperative sentence কে directives বলা হয়ে থাকে।  এসব বাক্যের শেষে full stop (.) বা exclamation mark (!) বসে 

Imperative Sentence এর গঠনঃ

এধরনের বাক্যে সাধারনত subject উল্লেখিত থাকে না, উহ্য থাকে।  

Subject (invisible) + verb + object

Example: Sit here. 

Basic Sentence টপিকের ওপরে পরীক্ষা দাও